নিজস্ব সংবাদদাতা, হুগলী: অবশেষে বিরোধীদের দাবি, বিক্ষোভে বাতিল করতে হল চুঁচুড়া পুরসভার নিয়োগের প্যানেল।
চুঁচুড়া পুরসভার ৭৬টি পদে নিয়মমাফিক নিয়োগের দাবি করেছিলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। যদিও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়োগে অস্বচ্ছ্বতার কথা জানান। দুই নেতার পরস্পর বিরোধী মন্তব্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশের মুখে আসরে নামেন ফিরহাদ হাকিম।
মেয়র ফিরহাদ বলেন, “চুঁচুড়া পুরসভার নিয়োগে দুর্নীতি হওয়ায় নিয়োগ বাতিল করা হয়েছে। কারও সুবিধার কারণে দলের বদনাম মেনে নেওয়া হবে না।”
উল্লেখ্য চুঁচুড়া পুরসভার মজদুর ও পিওনের ৭৬টি পদের নিয়োগের জন্য গত ১ মার্চ পরীক্ষা হয়। ৪ ও ৬ মার্চ কয়েক দফায় কৃতকার্যদের নাম প্রকাশ করা হয়। শেষে প্রকাশিত চূড়ান্ত তালিকায় নাম ছিল পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৌমিত্র মালাকার। এছাড়াও পুরসভার একাধিক বিদায়ী তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠরা সেই তালিকায় ঠাঁই পেয়েছিল।