
বিশেষ সংবাদদাতা, কলকাতা: বর্তমান মেয়র ফিরহাদ হাকিমকে কলকাতা পুরসভার প্রশাসক পুনরায় বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় আইনি বাধা দূর হওয়ায় সাময়িক স্বস্তি মিলল রাজ্য সরকারের। আদালত জানিয়েছে, আগামী ৪ মাস পর্যন্ত কাজ করতে পারবে ওই প্রশাসনিক কমিটি। তার পর প্রাসঙ্গিকতা থাকলে পুনরায় মামলার শুনানি চলবে।
শুক্রবার কলকাতা পুরবোর্ডের মেয়াদ পূর্ন হবে। তার পর কোন আমলার পরিবর্তে এই পরিস্থিতিতে বর্তমান মেয়রকেই প্রশাসনিক কমিটির প্রধান পদে দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত জানায় রাজ্য সরকার। সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা দায়ের করেন সরোজ কুমার সিং নামে এক ব্যক্তি। দ্রুত শুনানির লক্ষ্যে সন্ধ্যায় বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে ভিডিয়ো কনফারেন্সিংয়ে এই মামলার শুনানি শুরু হয়। তবে মামলায় সরকারি আইনজীবী উপস্থিত ছিলেন না।
শুনানিতে মামলাকারীর আইনজীবীর দাবি, মেয়রকেই প্রশাসক পদে বসানো বেআইনি। এর ফলে প্রশাসনিক কমিটি গঠনের কোন গুরুত্ব থাকে না। শুধু তাই নয়, পুরবোর্ডের বর্তমান সদস্যদেরই প্রশাসনিক বোর্ডের সদস্য হিসাবে পুনরায় নিয়োগ করা হয়েছে। এই ধরনের নিয়োগের মাধ্যমে সরকার পুরসভার ওপরে রাজনৈতিক নিয়ন্ত্রণ রাখতে চাইছে।