নিউজপিডিয়া ডেস্ক : প্রকাশিত হল অর্ণব দ্য নিউজ প্রস্টিটিউড ছবির প্রথম ঝলক। বুধবার রাতে পরিচালক রাম গোপাল ভার্মা টুইট করে ছবির পোস্টার প্রকাশ করেন। সেই সঙ্গে কুড়ি সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, কয়েকদিন আগে নতুন সিনেমার কথা ঘোষণা করেন চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভার্মা। বিজেপি ঘনিষ্ঠ টেলিভিশন অ্যাঙ্কর অর্ণব গোস্বামীর উপর ছবিটি নির্মাণ করা হবে। ছবির নাম দেওয়া হয়েছে “অর্ণব-দ্য নিউজ প্রস্টিটিউট”! অর্ণব গোস্বামীর বিরুদ্ধে টুইটারে একের পর এক বোমা ফাটান রাম। তাঁর অভিযোগ, সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর বলিউড সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেই চলেছেন অর্ণব। রিপাবলিক টিভি নামে এক বিজেপি ঘনিষ্ঠ এক নিউজ চ্যানেলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নিয়মিত প্যানেল ডিসকাশন চলেছে। ভার্মা টুইট করে বলেন, “অর্ণব গোস্বামীকে বলিউড সম্পর্কে এমন ভয়াবহভাবে কথা বলতে দেখে আমি হতবাক। তিনি এটিকে অপরাধী সংযোগের পাশাপাশি চিরকালের নিকৃষ্টতম শিল্প বলে চিহ্নিত করেন। এটি ধর্ষক, গুন্ডা, যৌন শোষণকারীদের দ্বারা পূর্ণ।”