নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: বুধবার রানীতলা থানার দক্ষিণ শহর গ্রামে খেলতে গিয়ে জল ভর্তি একটি গর্তে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
জানা গেছে, বুধবার বিকেলে জেলার ভগবানগলা ২ ব্লকের রানিতলা থানার দক্ষিণ শহর গ্রামে একসঙ্গে বৃষ্টির সময় কিছু শিশু একটি ইট ভাটার পাশে খেলা করছিল। বৃষ্টির কারণে গর্তগুলো সব কানায় কানায় পূর্ণ ছিল। ভাটার পাশেই অবস্থিত সেই গর্তে ৫টি শিশু তলিয়ে যায়। বৃষ্টি থামলে বিকেল বেলায় স্থানীয়রা বাইরে বেরোই। তারাই ওই ৫ শিশুকে ওই গর্তে ভাসতে দেখে। এক প্রত্যক্ষদর্শী বলেন, বৃষ্টির কারণে সময়মতো আমরা তাদের দেখতে পাইনি।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত ৫ শিশু ৭ থেকে ১০ বছরের মধ্যে। নিয়মিত তারা ওই ইট ভাটার পাশেই খেলা করত।
স্থানীয়দের অনুমান, প্রথমে একজন কোন কারণে ডুবতে থাকলে বাকিরা তাদের সঙ্গীকে বাঁচাতে গিয়েই সবাই তলিয়ে যায়। খবর পেয়ে রানিতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তাঁরা।
পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।