নিউজপিডিয়া ডেস্ক: হরিয়ানার জিন্দের দিদওয়ারা গ্রামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত চার বছরে ওই ব্যক্তি তার পাঁচ সন্তানকে হত্যা করেছে। শুক্রবার একথা জানিয়েছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার অজিত সিং শেখাওয়াত জানিয়েছেন যে, জুম্মা দিনে অভিযুক্ত ব্যক্তি তার দুই মেয়েকে সম্প্রতি হত্যার কথা স্বীকার করেছেন। এর আগে তিনি তার অপর তিন সন্তানকে হত্যার কথাও স্বীকার করেছেন।
তিনি আরও জানান, গত ১৬ জুলাই থেকে তার দুই মেয়ে নিখোঁজ ছিল। দিদওয়ারা গ্রামের দুই মেয়ের একটি ছিল দশ বছরের অপরটি সাত বছরের। তিন দিন নিখোঁজ থাকার পর পুলিশ তাদের মৃতদেহ হানসি শাখা খাল থেকে উদ্ধার করে। তদন্তে দেখা গেছে যে, তাদের বাবা তাদেরকে হত্যা করেছে। পরে ওই ব্যক্তি পঞ্চায়েত ও পুলিশের সামনে নিজের অপরাধ স্বীকার করেছিল।
দিদওয়ারা গ্রামের পঞ্চায়েত সদস্য প্রমোদ কুমার জানান যে, প্রাথমিকভাবে লোকটি তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করেছিল। কিন্তু পরে নিজের অপরাধ স্বীকার করে। স্বীকারোক্তিতে অভিযুক্ত তার দুই মেয়ে ও অপর তিনটি শিশুকে হত্যা করার কথা জানান।
অভিযুক্তের স্ত্রী রীনা জানিয়েছেন, সে পাঁচটি শিশুকে হত্যা করেছে, তাকে মৃত্যুদন্ড দেওয়া উচিত। আমরা সকালে সাড়ে সাতটার দিকে উঠতাম। সকলে মিলে মেয়েদের সন্ধান করতাম, কিন্তু কেউ তাদের খুঁজে পেতাম না। তিনি সবাইকে ড্রাগ সেবন করাতেন বলেই আমরা সকাল সকাল উঠতে পারতাম না। এইভাবেই ওই তিন শিশুকেও হত্যা করেছে সে।
হত্যার সাথে আর অন্য কেউ জড়িত ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।