নিউজপিডিয়া ডেস্ক: অসমের ভয়াবহ বন্যার পর এবার মেঘালয়েও সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানকার পশ্চিম গারো পাহাড়ের সমতলভূমিতে ভয়াবহ বন্যার ফলে কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে এক লক্ষেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে টিকারিকিলা সম্প্রদায়।
জেলা কালেক্টর রাম সিং জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে ব্রহ্মপুত্র নদীর জলস্তর বেড়ে যাবার ফলে এই অঞ্চলটি বন্যার কবলে পড়েছে। তিনি আরও জানান, বন্যায় প্রায় ১৭৫টি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
বন্যায় নিহতদের পরিবার পিছু আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। বন্যায় ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত বিভিন্ন জেলায় ২২টি ত্রাণ শিবির খোলা হয়েছে।
বিরোধীদলীয় নেতা মুকুল সাংমার নেতৃত্বে বিরোধী বিধায়করা এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। কংগ্রেসের মুখপাত্র জেনিথ সাংমা জানিয়েছেন, ‘ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিকে সহায়তা করা জেলা প্রশাসন ও সরকারের কর্তব্য। সামাজিক দূরত্বের নিয়ম মেনে কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে গেলেও সরকারের পক্ষ থেকে কোনও সহায়তা করা হয়নি।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী গত বাজেটে সাহায্যের প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত কোনও সহায়তা দেওয়া হয়নি।