গুজরাটে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত, জখম চার
নিউজপিডিয়া ডেস্ক: রবিবার রাতে গুজরাটের খেদা জেলার নদিয়াদে ৮ নম্বর জাতীয় সড়কে দুটি গাড়ির সংঘর্ষে ৫ ব্যক্তি নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রের খবর, আহমেদাবাদ-ভদোদরা জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়েছেন। আহতদের দ্রুত নদিয়াদের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নদিয়াদ ফায়ার বাহিনীর প্রধান দীক্ষিত প্যাটেল জানিয়েছেন, ‘পাঁচ জন মারা গেছেন, আরও চার জন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডের একটি দল, তিনটি অ্যাম্বুলেন্স এবং খেদা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। নিহতরা সবাই আহমেদাবাদের বলে জানা গেছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তাই পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে।