শচীন দাস, ইসলামপুর: ইসলামপুর যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এবং ইসলামপুর পৌরসভার উদ্যোগে ইসলামপুর পৌরসভা এলাকার বিভিন্ন ক্লাবগুলিকে ফুটবল প্রদান করা হল। মঙ্গলবার ইসলামপুর পৌরসভায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার প্রশাসনিক বোর্ডের দুই সদস্য কৌশিক গুন ও গঙ্গেস দে সরকার এবং পৌরসভার বিভিন্ন প্রাক্তন কাউন্সিলরা।
পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য কৌশিক গুণ ও গঙ্গেস দে সরকার জানান, ইসলামপুর পৌরসভা এলাকার বিভিন্ন ক্লাবকে দু’টি করে ফুটবল দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই কর্মসূচি নেওয়া হয়েছিল। এর আগেও খেলাশ্রী মঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ক্লাবকে ডেভলপমেন্টের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজেই এই অনুদান বিভিন্ন ক্লাবকে দিয়েছেন। তাছাড়া খেলোয়াড়দের জন্য ভাতা দেওয়ার ঘোষণাও করেছেন। ইসলামপুরে খেলাধুলার প্রগতির জন্য ফুটবলগুলি দেওয়া হয়েছে এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত করা হয়েছে। আগামীতেও পৌরসভা এই ধরনের পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তারা।