সোমনাথ দত্ত, মালবাজার: মঙ্গলবার মালবাজার পৌরসভায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য যুবকল্যান দপ্তরের উদ্যোগে ও মালবাজার পৌরসভার প্রশাসক বোর্ডের তত্ত্বাবধানে যুব সমাজকে ফুটবল খেলায় অনুপ্রাণিত করতে এলাকার বিভিন্ন ক্লাব ও সংস্থাকে ফুটবল বিতরণ করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালবাজার পৌর প্রশাসক স্বপন সাহা, ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান আহ্বায়ক মনিকা সাহা সহ অন্যান্যরা।

প্রসঙ্গত প্রশাসক স্বপন সাহা বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী যুব সমাজকে ফুটবল খেলায় অনুপ্রাণিত করতে চাইছেন। ক্লাবগুলির পাশে আমাদের সরকার সব সময়ই আছে। যেকোনও এলাকার একটি ক্লাব সেই এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেদিকে লক্ষ্য রেখে আজ স্থানীয় বিভিন্ন ক্লাব ও সংস্থাকে ফুটবল দেওয়া হল।” এদিনের অনুষ্ঠান থেকে শহরের ১০টি ক্লাবকে এই ফুটবল তুলে দেওয়া হয়েছে বলে যুবকল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে।