রবিউল হোসেন: তথ্য প্রযুক্তি ও শিক্ষায় সেরা থাকায় প্রতি বছর বিশ্বের অন্যান্য দেশের প্রচুর ছাত্র ছাত্রী যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কিন্তু ঘটমান করোনা মহামারীতে চরম ভোগান্তিতে পড়তে পারে সেই সব শিক্ষার্থী। সোমবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে এমনটাই ইঙ্গিত দিয়েছে সেদেশের সরকার। ঘোষণাপত্রে বলা হয়েছে, যদি সেদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনে পাঠদান শুরু করে তো শিক্ষার্থীদের হয় দেশ ত্যাগ করতে হবে নতুবা তাদের নির্বাসনে যেতে হবে।
সংবাদ সংস্থা সিএনএনের প্রতিবেদনে বলা, যুক্তরাষ্ট্রে বসবাসরত এফ-১ এবং এম-১ ভিসাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রেই শুধু এই নিয়ম লাগু হবে। যদি এই নিয়ম লাগু হয় তো তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যদি কোনো শিক্ষার্থী এই নিয়ম না মানে তো তার ফল অবশ্যই তাকে ভুগতে হবে।
উল্লেখ্য যুক্তরাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের ফলে সেদেশে বাসরত হাজারো শিক্ষার্থী বিপাকে পড়তে পারে। কারন করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যেই সেদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে পাঠদান প্রক্রিয়া শুরু করেছে।
দেশটির প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড তাদের সকল বিষয়ের অনলাইন পাঠ শুরু করেছে ইতিমধ্যেই। এমনকি যারা ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে অবস্থান করছে তাদের জন্যেও বাধ্যতামূলক এই ব্যাবস্থা।