নিউজপিডিয়া ডেস্কঃ ভোটের মুখে রাজ্যের মমতা মোদীর সভায় উত্তপ্ত রাজনীতির ময়দান। কাঁথিতে সভা করছেন নরেন্দ্র মোদী সেখানেই মমতার তাঁদেরকে বহিরাগত তকমা নিয়ে সরব হন তিনি। বলেন, “এই মাটি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, মাতঙ্গিনি হাজরার। এই মাটিতে কোনও ভারতবাসী বহিরাগত নন। বঙ্গভূমি ও ভারতভূমি একই। সবাই ভারতমাতার সন্তান। যে বাংলায় গুরুদেব সব ভারতবাসীকে এক সূত্রে বেঁধেছেন, সেই বাংলায়, গুরুদেবের মাটিতে দিদি বহিরাগত বলছেন! আপনি অপমান করছেন সবাইকে।”
এর পাল্টা হিসেবে বিষ্ণুপুরের সভা থেকেই সুর চড়িয়ে মমতা বলেন, “বহিরাগত গুন্ডা কারা? জবাব দিন। বহিরাগত গুন্ডাদের নিয়ে আসছে। যারা বাংলায় থাকেন তাঁদের বহিরাগত বলি না। সে রাজস্থানি হোক, তামিল হোক বা অন্য কেউ।” বিজেপির বাইরের নেতারা বাংলায় এসে অপসস্কৃতি সৃষ্টি করেছে বলেও দাবি করেন মমতা। নাম না করে কটাক্ষ করে বলেন, “উত্তরপ্রদেশের গুন্ডাদের এখানে পাঠিয়ে দিচ্ছে। কপালে তিলক দিয়ে পান চিবোতে চিবোতে এখানে আসছে। বাংলার সংস্কৃতি নষ্ট করছে।”
এখানেই থেমে থাকেন নি এদিন জনগণের উদ্দেশ্যে বলেন তৃণমূলকে ভোট দিতে এবং জনসভা থেকেই মোদীকে মিথ্যাবাদী বলেও তোপ দাগেন মমতা। তাঁর কথায়, “অন্য ফুল নয়, জোড়াফুলে ভোট দিন। প্রধানমন্ত্রীর চেয়ার সম্মান করি। কিন্তু মোদীর মতো এতবড় মিথ্যাবাদী দেখিনি। শুধু মিথ্যা কথা বলে। মোদী, শাহ, আদানি, তিনটি সিন্ডেকেট। আলু পেঁয়াজ সব লুঠ করে নেবে। তিনজনে মিলে খাবে শুধু।”