নিউজপিডিয়া ডেস্ক : অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সুপ্রীম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সম্পর্কে বিস্ফোরক দাবি করলেন। শনিবার তিনি জানান, আগামী বছরের বিধানসভা ভোটে অসমে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন রঞ্জন। রাম মন্দির, রাফাল সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায়দানকারী এই বিচারপতি সম্প্রতি বিজেপির বদন্যতায় রাজ্যসভার সদস্য হয়েছেন।
বর্ষীয়ান কংগ্রেস নেতা তরুণ গগৈ বলেন, ” আমার সূত্র থেকেই আমি শুনেছি যে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে রঞ্জন গগৈর নাম রয়েছে। আমার সন্দেহ সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপি তাঁকে প্রজেক্ট করতে পারে।”
তাঁর সংযোজন, যদি একজন প্রাক্তন প্রধান বিচারপতি রাজ্যসভায় যেতে পারে, তাহলে সে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে রাজি হতেই পারে।