
দ্য থার্ড আই ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন লোকপাল সদস্য ও ছত্তিশগড় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অজয় কুমার ত্রিপাঠী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২।
শনিবার রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। প্রাক্তন এই বিচারপতি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেটর সাপোর্টেও। কেন্দ্রীয় লোকপাল কমিটির চার সদস্যের অন্যতম ছিলেন এ কে ত্রিপাঠি।
এপ্রিলের শুরুর দিকে করোনায় আক্রান্ত হলে তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনিস্টিটিউ অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল।