নিউজপিডিয়া ডেস্ক : বুকে সমস্যা নিয়ে রবিবার রাতে দিল্লির এইমস এ ভর্তি হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং স্থিতিশীল রয়েছেন, প্রধানমন্ত্রী পরিবারের তরফে সকালে এই তথ্য জানানো হয়েছে।
নতুন ওষুধের ক্ষেত্রে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেওয়ার দরুণ প্রবীণ কংগ্রেস নেতাকে রাত ৮ টা ৪৫ মিনিটে মেডিকেল ইনস্টিটিউটের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছিল বলে এইমস (AIMS) সূত্র জানিয়েছে।
নিউজ এজেন্সি পিটিআইয়ের খবরে বলা হয়েছে, ৮৭ বছর বয়সী দুই বারের প্রধানমন্ত্রীকে কার্ডিওলজির অধ্যাপক ডা: নিতিশ নায়েক চিকিৎসা করছেন।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মার্চ মাসে সংসদ স্থগিত হওয়ার কিছু আগেই মিঃ সিংয়ের শরীর অসুস্থ হয়েছিল। এই সময় তাঁর চিকিৎসকরা সম্পূর্ণ বেডরেস্টের পরামর্শ দিয়েছিলেন।
রাজস্থানের রাজ্যসভায় প্রতিনিধিত্ব করা মনমোহন সিং এর পূর্বে ১৯৯০ সাল ও ২০০৯ সালে দুটি হার্ট বাইপাস সার্জারি করেছেন। তাঁর ডায়াবেটিসের ইতিহাসও রয়েছে।
১৯৯০-এর দশকে সুস্পষ্ট সংস্কার আনার কৃতিত্বপ্রাপ্ত এই অর্থনীতিবিদ, ২০১৪ সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এবং প্রধানমন্ত্রী মোদী প্রথমবারের মতো ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন।
এই সপ্তাহের শুরুতে মনমোহন সিং কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী এবং মিঃ গেহলট সহ দল-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে একটি ভিডিও সম্মেলনে অংশ নিয়েছিলেন এবং করোনা ভাইরাস লকডাউনের সময় কেন্দ্রের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে কেন্দ্রকে প্রশ্ন করেছিলেন।
মনমোহন সিংয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশকারীদের মধ্যে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং তাঁর দিল্লির সমকক্ষ অরবিন্দ কেজরিওয়ালও ছিলেন।
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল টুইট করে বলেছেন, “ডঃ মনমোহন সিংহ জি-র স্বাস্থ্য সম্পর্কে গভীর উদ্বিগ্ন। আশা করি তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। গোটা ভারত আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করছে।”
অন্যদিকে মিঃ গাহলট টুইটারে লিখেছেন “সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিংজিকে এইমস-এ ভর্তি করা হয়েছে জানতে পেরে আমি খুবই চিন্তিত রয়েছি। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবনের জন্য প্রার্থনা করবো।”