নিউজপিডিয়া ডেস্ক: উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব ফিরে এলেন যোগী শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে। নবরাত্রি পর্ব শেষ হলেই আন্দোলনে নামবেন অখিলেশ সিংহ যাদব। বিভিন্ন স্তরের ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সাধারণ জনগণের সঙ্গেও কথা বলবেন হাথরস কান্ডের সম্পর্কে।
হাথরস কান্ডে রাতের অন্ধকারে নির্যাতিতার দেহ সৎকার করা, তার বাড়ির লোকের মুখ বন্ধ করে দেওয়া এই সব আর মেনে নেওয়া যায়না বলে জানান তিনি। হাথরস কান্ডে যোগীর রাজ্যের শাসনকে নিয়ে গোটা দেশ-ই প্রশ্ন তুলছে।
হাথরস কান্ডের সময় তিনি ছিলেন না। ফিরে এসেই এই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে আন্দোলন করবেন বলে জানা গেছে। যোগীর অপশাসন ও নির্যাতন সম্পর্কে সকলকে তিনি সর্তক করবেন। এই বিষয়ে অখিলেশ সিংহ যাদব বলেছেন, “উত্তরপ্রদেশের মানুষ বিজেপি অপশাসনে তিতিবিরক্ত। তাই ক্ষোভ ও হতাশায় বিধানসভার সামনে এসে গায়ে আগুন দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন।” সাধারণ মানুষ ভালো নেই। তারা মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে অথচ যোগী সরকার ও তার দলের মন্ত্রীরা চুপ করে আছে কেন সেই প্রশ্নও তুলেন তিনি।