নিজস্ব প্রতিনিধি, চোপড়া:এমজিএনআরজিই প্রকল্পে হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতে একাধিক পাকা রাস্তার শিলান্যাস করেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহমেদ আজহার উদ্দিন।জানা গিয়েছে, এদিন মোট ৩টি রাস্তার আনুষ্ঠানিক ভাবে শিলান্যাস করা হয়।প্রত্যেকটির দৈর্ঘ্য ১৪০০ মিটার। একেকটি রাস্তার জন্য বরাদ্দ মিলেছে ৪৩ লক্ষ টাকা।
চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহঃ আজাহার উদ্দিন জানান, আজকে হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩ টি পাকা রাস্তার শিলান্যাস করা হল।বিনাবাড়ী, ঝানঝিরি ও আমবাড়ি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার। তাদের সেই দাবি অনুযায়ী হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ১৪০০ মিটার পাকা কংক্রিট রাস্তার বরাদ্দ হয়েছে চোপড়া পঞ্চায়েত সমিতির তহবিল থেকে। যার আনুমানিক খরচ ৪৩ লক্ষ টাকা। স্বাভাবিকভাবেই নতুন পাকা রাস্তার উদ্বোধন হওয়ায় ভীষণ খুশি ওই এলাকার বাসিন্দারা।