অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম: শুধুমাত্র চিৎকার, তার পরেই মৃত্যু। অজানা ভাইরাসের আক্রমণে তিনটি সদ্যজাত বাছুরছানার মৃত্যু হল। ভাইরাসের দরুন গরুর মৃত্যু অব্যাহত। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। ঘটনাটি ঝাড়গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার ঘটনা।
জানা গেছে, গতকাল সোমবার সকালে পরিমল দত্তের বাড়িতে প্রথম একটি বাছুরছানা হঠাৎই চিৎকার করতে করতে মারা য়ায় , ঠিক তার কিছুক্ষণের মধ্যেই পরিমলের প্রতিবেশীর একটি বাছুরছানা মারা যায়। মঙ্গলবার ভোর চারটের সময় হঠাৎই শক্তিনগরের শেফালী বেরার গোয়ালে থাকা সদ্যজাত বাছুরছানাও চিৎকার শুরু করে। চিৎকার শুনে গোয়ালে দিয়ে দেখে সুস্থ থাকা বাছুরছানাটি মাটিতে পড়ে ছটপট করছে এবং খুব জোরে জোরে চিৎকার করছে। তাদের চোখের সামনেই মৃত্যু হয় দিন ১৫ আগে জন্মগ্রহণ করা সদ্যজাত বাছুরছানাটির। এই ঘটনার পর চিন্তায় পড়েছে শক্তিনগরের গো-পালনকারী সকলেই।

শেফালী বেরার কথায়, দুই একদিন থেকে মৃত বাছুরছানার মা তেমন কিছু খাবার খাচ্ছিল না। মুখ থেকে ফেনা পড়ছিল। শরীরের লোম বেশিরভাগ সময় দাঁড়িয়ে ছিল। তিনি আরও বলেন, গতকাল পশু হাসপাতালে গিয়ে বিষয়টি জানিয়েছিলেন। চিকিৎসক এসে দেখেও দিয়েছিলেন। কিন্তু কোনও ওষুধ বা ইনজেকশন দেওয়া হয়নি গরুটিকে। শুধু পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছিলেন।
ঘটনাস্থলে প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসকরা পৌঁছেছে। ঝাড়গ্রাম জেলা প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের উপ-অধিকর্তা চঞ্চল দত্ত বলেন, ‘এটি ভাইরাস ঘটিত একটি এফএমডি। একে সাধারণ মানুষ খুইরাও বলেন। ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন এলে বিনামূল্যে সরকারি ভাবে ভ্যাকসিন করা হবে। এবছর এখনও ভ্যাকসিন রাজ্যে আসেনি।’