শিলিগুড়িঃ কালিম্পং এ করোনায় মৃত মহিলার সংস্পর্শে আসা ৪ আত্মীয়ও করোনায় আক্রান্ত। করোনা সংক্রান্ত এক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
উল্লেখ্য, ওই মহিলা কিছুদিন আগে চেন্নাই থেকে ফিরেছিলেন। এরপরে অসুস্থ হলে করোনা টেস্ট করা হয় এবং রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর চিকিৎসা শুরু হলেও গত ২২শে মার্চ তিনি মারা যান।
বাড়ি ফেরার পর আত্মীয়দের সংস্পর্শে আসা ৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। তাঁদের চিকিৎসা চলছে।