অভিষেক দে, ঘোকসাডাঙ্গা: গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেল তিনটে নাগাদ প্রায় ১৪ কেজি গাঁজা ও দুটি বাইক সমেত চারজনকে গ্রেফতার করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন প্রেমেরডাঙ্গা সংলগ্ন এলাকায় ওত পেতে থাকে পুলিশ। জানা যায়, কালপানি থেকে গাঁজা নিয়ে পাচারের আগেই প্রেমেরডাঙ্গা সংলগ্ন এলাকায় ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশিষ রায়ের নেতৃত্বে পুলিশ প্রায় ১৪ কেজি গাঁজা সমেত চার জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে আনুমানিক ১৪ কেজি গাজা ও দুটি বাইক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশ জানিয়েছেন, ধৃতরা হলো পবিত্র বর্মন, বিপুল চন্দ্র বর্মন, রঞ্জিত বর্মন, রাজেশ বর্মন।
ধৃতদের বাড়ি পুন্ডিবাড়ি থানার অন্তর্গত কালপানি এলাকায়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত করে পুলিশ। এধরনের অভিযান চলতে থাকবে বলে পুলিশ জানিয়েছেন।