শচীন দাস, ইসলামপুর: রাজ্যের গন্ডি পেরিয়ে রাজস্থানের মাটিতে সুন্দর ক্রিকেট উপহার দিয়ে শনিবার বাড়ি ফিরলেন ইসলামপুরের চার দক্ষ মহিলা ক্রিকেটার। ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনে এদিন সকালে অভিভাবকদের পাশাপাশি মহিলা ক্রিকেটারদের সম্মান জানাতে উপস্থিত ছিলেন মহকুমা ক্রীড়া সংস্থার গ্রীষ্মকালীন সম্পাদক শঙ্কর সরকার।

উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে আলুয়াবাড়ি পৌঁছান ইসলামপুরের চার মহিলা ক্রিকেটার জানকি সরকার, প্রীতি ভদ্র, সুস্মিতা পাল, সৃষ্টি রায়’রা। সাথে ছিলেন ওয়েস্ট বেঙ্গল টাইগার দলের অধিনায়ক ধুপগুড়ির বাসিন্দা মনীষা বিশ্বাস। অধিনায়ক মনীষা যদিও ওই ট্রেনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ইসলামপুর থেকে ১০ ফেব্রুয়ারি রওনা হয়ে ১১ ফেব্রুয়ারি কোলকাতায় পৌঁছে ফের সেদিনই টি-২০ মেবার প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে রাজস্থানের উদয়পুরের উদ্দেশ্যে রওনা হয় ওয়েস্ট বেঙ্গল টাইগার দল। ওই টুর্নামেন্টে পশ্চিমবঙ্গের পাশাপাশি হরিয়ানা, উত্তর প্রদেশ সহ নেপালের কাঠমান্ডু অংশ নিয়েছিল। সাফল্য না পেলেও অংশগ্রহণকেই বড় করে দেখছেন অধিনায়ক মনীষা সহ দলের অন্যান্য সদস্যরা।