উজির আলি, মালদা: এলাকার দুস্থদের স্বার্থে ফের নিখরচায় চক্ষু ও দন্ত পরীক্ষার উদ্যোগ নিল মালদহের চাঁচলের একটি হোয়াটস্যাপ গ্রূপ ‘পাওয়ার অফ হিউম্যানিটি’। একমাস আগে চাঁচলের নেহালপুরে একটি শিবির করা হয়েছিল।ফের রবিবার বীরস্থলী হাইস্কুল প্রাঙ্গনে নিখরচায় চক্ষু পরীক্ষা ও দন্ত পরীক্ষার আয়োজন করেন গ্রুপের সদস্য মিজানুর ইসলাম, সৌম্যশ্রী সাহারা।
এদিন মোট ৯০ জন ভুক্তভোগী রোগী চিকিৎসা করিয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রবিবার ওই শিবিরে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন বিরস্থলী হাইস্কুলের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন ও সেক্রেটারি আফজল হোসেন। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।