কোচবিহার, ৩১ শে মে: করোনা আবহের মধ্যেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কোচবিহার। রবিবার কোচবিহার ১ নং ব্লকের কলাকাটা মাছের চারাপোনা বাজার সংলগ্ন এলাকায় দিনের বেলায় ধারালো অস্ত্র দিয়ে বন্ধুকে খুন করে এক যুবক। মৃত ব্যক্তির নাম প্রীতম দত্ত। যিনি মাছের চারাপোনার ব্যবসা করতেন।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের উদ্যোগে ওই ব্যক্তিকে এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
পরবর্তীতে স্থানীয়রা ধৃত ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর, ঘটনার তদন্ত চালানো হচ্ছে।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম রিপন দে। জানা গেছে, কলাকাটা মাছের চারাপোনা বাজারের পাশে দুই বন্ধু একসঙ্গে কথা বলছিলেন। কিন্তু কথা হতে হতে হঠাৎ তাদের মধ্যে কি হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে, সেই সময়েই ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্ত রিপন তার উপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার পূর্বেই ধারালো অস্ত্র দিয়ে প্রীতমের গলায় আঘাত হানে রিপন। পরবর্তীতে তাকে এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই খবরটি ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয়দের দাবি, ধৃত ওই ব্যক্তিকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
ঘটনাস্থল থেকে রিপনকে গ্রেপ্তার করা হলেও কি কারণে খুন করা হয়েছে সে বিষয়ে বিস্তারির কিছু জানা যায়নি।