নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: নতুন করে কোচবিহার জেলার দিনহাটা মহকুমায় থাবা বসিয়েছে করোনা ভাইরাস। গতকাল শনিবার রাতে জেলায় ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন আর,জেলা প্রশাসন জানিয়েছে তারা প্রত্যকেই দিনহাটা মহকুমার বাসিন্দা। আর ঠিক তাই এই পরিস্থিতি মোকাবিলার জন্য আজ থেকে তিনদিন সমস্তরকম ব্যাবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিনহাটা মহাকুমা ব্যবসায়ী সমিতি ও দিনহাটা ব্যাবসায়ী কল্যাণ সমিতি।
এই ব্যাপারে দিনহাটা ব্যবসায়ী সংগঠনের পক্ষথেকে গোটা শহর জুড়ে মাইকিং করে প্রচার চালানো হয়, বলা হয় মুদি, সবজি, মাছ- মাংস ও ওষুধের দোকান ছাড়া সমস্ত রকম দোকান বন্ধ থাকবে। যদিও সকাল ৮ থেকে ১১ টা পর্যন্ত মুদি, সবজি, মাছ- মাংসের দোকান খোলা থাকবে। তবে ওষুধের দোকান সারাদিন খোলা থাকবে। পুনরায় দিনহাটা মহকুমায় করোনা সংক্রমণ বেড়েছে বলেই এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে আরো জানানো হয় প্রত্যক নাগরিক যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে ও স্বাস্থ্য বিধি মেনে চলে।