নিউজপিডিয়া ডেস্ক,১ জুলাই: দীর্ঘদিন ধরেই অসহায় মানুষের সুযোগ নিয়ে চিকিৎসার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে। জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসতেই গণধোলাই করা হয় ঐ ভুয়ো চিকিৎসক কে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার টংতলা এলাকায়।
জানা গিয়েছে, সৌরভ নামে অভিযুক্ত ঐ ডাক্তার যুবকের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। দীর্ঘদিন ধরেই কলকাতার এক নামকরা হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে বারুইপুরে চিকিৎসা করে এসেছে। প্রতারিত এক গৃহবধূর দাবি দীর্ঘদিন তার শ্বশুরের চিকিৎসার নাম করে মোটা টাকা হাতিয়ে নিলেও কোনো উন্নতি হয়নি স্বাস্থ্যের। সেই এলাকার আরোও বেশ কয়েকজনের সাথে এমন করেছে বলে অভিযোগ। পরবর্তীতে বিষয় টি বুঝতে পেরে স্থানিয়রা থানায় অভিযোগ করে।
এরই মাঝে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হয় সৌরভকে। তারপর বিদ্যুতের খুটিতে বেধে বেধড়ক মারধর করা হয় বলে জানা যায়। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করলে বুধবার আদালতে তোলা হয়। যদিও ঐ যুবক দাবি করেন তিনি ভুয়ো না, তাঁকে ফাসানোর চেষ্টা করা হচ্ছে।