
মনিরুল ইসলাম রাজী, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর থানার গাংনদীয়া গ্রামের অভাবী পরিবারদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল “গাংনদীয়া সমব্যথী যুব ঐক্য।” প্রায় ৫০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে চাল, ডাল, আলু, সরষের তেল, সয়াবিন, সাবান ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র একথা জানালেন যুব ঐক্যের পক্ষ থেকে মুসারফ হোসেন।
লকডাউনের সময় গ্রামে গ্রামে এমন অসহায় দিন মজুর, নিম্নবিত্ত পরিবারের খোঁজ পাওয়া যায় যারা খুব কষ্টের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে। এরকমই কিছু পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে আসে মুসারফ হোসেন, কৃষ্ণকান্ত ঘোষ, রাজু, রাজিব, এজাজ, মনোতোষ সাহা প্রমুখ যুবকরা। কিছু শুভানুধ্যায়ী ও নিজেদের দান করা অর্থে একটি ফান্ড বানিয়ে তারা আজকে গ্রামের মুচি ও হরিজন শ্রেণীর প্রায় ৫০ টি পরিবারে পরিবার পিছু ১০ কেজি করে ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দিল। এর আগেও বহুবার সাহায্যের জন্য এগিয়ে এসছে এই যুবকরা।
গাংনদীয়া সমব্যথী যুব ঐক্যর পক্ষ থেকে সবাইকে আবেদন জানানো হয়েছে সাহয্যের জন্য এগিয়ে আসতে। “আমাদের এই দান যথেষ্ট নয়। অভাবী অনেক পরিবারকেই দিতে পারলামনা আজ” আক্ষেপের সুরে বললেন কৃষ্ণকান্ত ঘোষ।