আব্দুল ওয়াহাব, গাজোল: শুক্রবার গাজোল বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাসন্তী বর্মন এদিন গাজোল ব্লক এর চাকনোগর অঞ্চলের প্রতিটি বুথে বুথে ঘুরে ভোট প্রচার শুরু করেন।
এদিন ভোটপ্রচারে উপস্থিত ছিলেন গাজোল বিধানসভা র তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাসন্তী বর্মন, চাকনোগর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রামানিক, জেলা পরিষদ এর সদস্য দিনেশ টুডু। এ ছাড়া উপস্থিত ছিলেন চাকনোগর অঞ্চলের নেতৃত্বগন।