নিউজপিডিয়া ডেস্কঃ বিজেপি প্রার্থীর মন্তব্যেই শোরগোল বিজেপির অন্দরে। যদিও এর আগেও বহুবার এমন হয়েছে। তবে এবার নির্বাচনের মধ্যেই কোনও বিরোধী দল নয় স্বয়ং বিজেপির প্রার্থীর মন্তব্যেই অস্বস্তিতে পড়ল গেরুয়া শিবির। বিজেপির হাত ধরে অশান্তি আসবে বাংলায়, অশোক দিন্দার এই টুইটের পরই নেটিজেনদের কাছে হাসির পাত্র হয়ে উঠেছেন তিনি।

গতকাল তৃতীয় দফার নির্বাচনে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জনসভাও করেছিলেন। আর তাকে স্বাগত জানাতেই একটি টুইট করেন বিজেপি খেলোয়াড় প্রার্থী অশোক দিন্দা। সেখানে তিনি লেখেন, “আর নয় রাজনৈতিক হত্যা। আসবে অশান্তি। শান্তির বার্তা নিয়ে বঙ্গে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদীজি। এবার আসবে আসল পরিবর্তন।” যদিও তার টুইটটা দেখে অনেকটাই বোঝা যাচ্ছে যে তিনি অশান্তি শব্দটি ভুলবশত লিখে ফেলেছেন। তবে ২০ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো টুইটটি ডিলিট না করায় ক্রমশ তা ভাইরাল হয়ে যাচ্ছে। এবং বিরোধী থেকে শুরু করে নেটিজেনরাও বলছেন, ভুলবশত ঠিক কথাটাই বলে ফেলেছেন অশোক দিন্দা। যার ফলে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।