নিজস্ব সংবাদদাতা, ঘোকসাডাঙ্গা: গোপন সূত্রে খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ৬ কেজি গাঁজা সমেত এক মহিলাকে গ্রেফতার করল। সূত্র মারফত খবর পেয়ে থানার ওসি দেবাশিস রায়ের নেতৃত্বে সাদা পোশাক এর পুলিশ হিন্দুস্তান মোড় সংলগ্ন এলাকায় ওঁৎ পেতে থাকেন। সন্দেহভাজন মহিলাকে দেখতে পেয়েই তাকে গ্রেফতার করা হয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গাঁজার বিরুদ্ধে এমন অভিযান চলতে থাকবে।