নিউজপিডিয়া ডেস্ক, ২৮ জুনঃ নেটফ্লিক্সের এক ওয়েব সিরিজ “Krishna and His Leela” নিয়ে এমনিতেই সরগরম সোশ্যাল মিডিয়া। ভগবান কৃষ্ণকে অপমান করা হয়েছে এই অভিযোগ তুলে দক্ষিণপন্থীরা টুইটারে #boycottnetflix ট্রেন্ড চালু করেছে। এবার শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা সূর্যকান্ত ধাসমানা। তিনি উত্তরাখণ্ড কংগ্রেসের সহ সভাপতি। নিউজ ১৮ নেটওয়ার্কের এক টিভি চ্যানেলের বিতর্ক সভায় অংশ তিনি তিনি বলেন, “ভগবান কৃষ্ণই করোনা পাঠিয়েছে। করোনা ও কৃষ্ণ দুটো শব্দই শুরু হয়েছে “k” দিয়ে।” তাঁর এই বক্তব্য সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে। টুইটারে অনেকে প্রশ্ন তোলেন,”কংগ্রেস কেনো বরাবরই হিন্দু দেবতাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়।”