নিউজপিডিয়া ডেস্কঃ মার্চের শুরুতেই রাজ্যবাসীর জন্য সুখবর! স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই প্রথম ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় কোনও মৃত্যু হয়নি। আর আক্রান্তের সংখ্যাও কম। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ১৯৮ জন। যা রীতিমতো রাজ্যের কোভিড পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে।
সোমবার পর্যন্ত রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৭৫ হাজার ১১৮। এ যাবৎ মৃতের সংখ্যা ১০ হাজার ২৬৮। বর্তমানে রাজ্যে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩২৯৩। এবং এই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৬১ হাজার ৭৫৫ জন।
দেশে প্রথম করোনার হদিস পাওয়ার প্রায় এক বছরের মাথায় রাজ্যে দৈনিক করোনায় মৃতের সংখ্যা শূন্য হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি রাজ্যের চিকিৎসার সঙ্গে যুক্ত সবাই থেকে শুরু করে রাজ্যবাসী। তবে দেশের অন্য রাজ্য অর্থাৎ মহারাষ্ট্র, তামিলনাড়ুতে ফের ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে মাস্ক পড়া, বার বার স্যানিটাইজার ব্যবহার করা এবং অতি অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ভুলে গেলে চলবে না। এই পরিস্থিতিতে সবার উচিত এই সাবধানতাগুলো আরও বেশি করে অবলম্বন করা। যাতে এরপর রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও শূন্য হয়ে যায়।
অন্যদিকে আজ, সোমবারই করোনার টিকাকরণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকা গ্রহণ করেছেন অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও। এই দ্বিতীয় পর্যায়ে টিকা পেতে চলেছেন দেশের প্রবীণ নাগরিকরা এবং ৪৫ বছর বয়সের ঊর্ধে যাদের কো-মর্বিডিটি আছে তারাও।