
দি থার্ড আই ডেস্ক: প্রতিরোধে লকডাউন বিরাজমান। মানুষ এক প্রকার গৃহবন্দী। লকডাউনে মানুষ বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন। অনেকেই তার জন্য ব্যবহার করছেন জুম (Zoom) এর মত অ্যাপ। কিন্তু এই ভিডিও কলিং প্লাটফর্মটি ডেকে আনছে বিপদ। অভিযোগ ভিডিও অ্যাপটি গ্রাহকদের তথ্য বিক্রি করেছে। বৃহস্পতিবার এ নিয়ে এমনই এক সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
এক নির্দেশিকায় MHA জানিয়েছে, জুম কোন ব্যাক্তি বা সংস্থার জন্য মোটেই নিরাপদ নয়। এই একই রকম পরামর্শ দিয়েছিল CERT-India ।
সম্প্রতি সাইবার সুরক্ষা সংস্থা অভিযোগ এনেছিল, এ ধরনের অ্যাপগুলির বিরুদ্ধে। অভিযোগ প্রায় ৫ লাখ গ্রাহকদের ই-মেল, পাসওয়ার্ড ইত্যাদি নানান গুরুত্বপূর্ণ তথ্য কেনাবেচা করেছে। অর্থাৎ সেসব তথ্য এখন হ্যাকারদের হাতে পৌঁছে গেছে। এরপর জুম কে নিষিদ্ধ করেছে বহু সংস্থা।