
মোশাররাফ চৌধুরী: কোভিড-১৯ এর সংক্রমণ থেকে বাঁচতে দেশজুড়ে চলছে লকডাউন। অফিস, কলকারখানা, বাণিজ্যিক কেন্দ্রগুলি বন্ধ রয়েছে। ফলস্বরূপ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। আগামীতে আরও প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। লকডাউনে কেন্দ্রের ভাঁড়ারে টান পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাই কেন্দ্র সরকার পরিকল্পনা নিয়েছে সরকারি কর্মীদের বেতন কাটার।
লকডাউনে বেড়েছে বেকারত্ব। কর্মী ছাঁটাই, বেতন কাটা ইত্যাদি বেসরকারি ক্ষেত্রে ঘটলেও এবার কেন্দ্র কিছুটা একই পথে এগোতে চলেছে। জানা যাচ্ছে, এপ্রিল মাসেই সমস্ত সরকারি কর্মীদের একদিনের বেতন কাটা হবে। আগামী এক বছর এই পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় যে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজস্ব দপ্তরকে এক নোটিশ পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াই করা বিভাগগুলি ব্যতীত সমস্ত বিভাগের কর্মী, অফিসারদের ২০২১ এর ১ মার্চ পর্যন্ত প্রতি মাসের বেতনের একদিনের বেতন দেওয়ার আবেদন করা হবে। যারা আবেদনে সম্মত হবে না তাদেরকে আগামী ২০ এপ্রিলের মধ্যে রাজস্ব দপ্তরকে জানাতে হবে।
লকডাউনে নিস্তেজ হওয়া অর্থনীতিকে সরকার এভাবেই বিভিন্ন পন্থায় সচল রাখার চেষ্টা চালাচ্ছে। কর্মীদের এই কেটে নেওয়া বেতন প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে জমা হবে। তাছাড়া সরকারি কর্মীরা তাদের প্রাপ্য ডিএ থেকেও বঞ্চিত হতে পারেন এই মুহূর্তে।