নিজস্ব প্রতিনিধি, ১৫ জুন : সোমবার সিতাই ব্লকের আদাবাড়ির বিজলি চটকা গ্রামীণ বিকাশ সমিতির তরফে গ্রামের দুস্থ মানুষের একাংশকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। এদিন ওই সমিতির পক্ষ থেকে চাল, ডাল, আলু, তেল, নুন, সাবান ইত্যাদি সামগ্রী দেওয়া হয়েছে। মোট ৮৮টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি, এদিন পুলিশের উপস্থিতিতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তি সহ গ্রামবাসীদের করোনা নিয়ে সচেতন করা হয়।
সমিতির সভাপতি আব্দুল মাতিন বলেন, “এই কঠিন সময়ে মানুষের সাহায্য করতে পেরে আমরা আপ্লুত, আমাদের এই কর্মসূচী আগামীতেও চলবে।”