নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: জেলায় বানের জলের মত হু হু করে বাড়ছে করোনা। কোচবিহারে ফের নতুন করে করোনায় আক্রান্ত আরও ৫১ জন। ওই আক্রান্তদের মধ্যে দিনহাটায় ২১ জন, কোচবিহার সদর এলাকায় ২০ জন, তুফানগঞ্জে ৬ জন, মেখলিগঞ্জে ৩ জন ও মাথাভাঙায় ১ জন রয়েছে।
তবে কিছুটা হলেও আশার আলোও দেখা যাচ্ছে। এদিন করোনা থেকে মুক্ত হয়েছেন ৪৭ জন। আজ এখবর জানিয়েছেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান।
এনিয়ে কোচবিহারে মোট আক্রান্ত ১,৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১,৪৩৯ জন। এই মুহূর্তে জেলায় অ্যাক্টিভ কেস রয়েছে ২৮৮। গতকাল পর্যন্ত জেলায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল ১৯৬ টি।
সম্প্রতি জেলার মধ্যে শুধুমাত্র কোচবিহার সদর মহকুমায় আক্রান্তের সংখ্যা ব্যাপক আকার নিচ্ছিল। এবার সদর মহকুমার সাথে দিনহাটা এলাকাতেও আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী হচ্ছে।