নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: লকডাউনের মধ্যেই করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে করোনা তার আধিপত্য বিস্তার করে ফেলেছে। বৃহস্পতিবার আবারও উত্তরবঙ্গে করোনার থাবায় নতুন করে আক্রান্ত হলেন ৬০ জন।
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আক্রান্ত ওই ৬০ জনের মধ্যে ৩০ জনই ইসলামপুরের বাসিন্দা। আর বাকি ৩০ জনের মধ্যে কোচবিহারের ৬ জন, আলিপুরদুয়ারের ৪ জন এবং শিলিগুড়ির ৫ জন রয়েছে। সেইসঙ্গে, সোনাদার ৫ জন, কার্শিয়াঙের ৫ জন, সুখিয়াপোখরি থেকে ৩ জনের সংক্রমণ ধরা পড়েছে।
আক্রান্ত ৬০ জনের মধ্যে ৬ জন কোচবিহারের। তবে, কোচবিহার জেলা প্রশাসনের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। বিশেষ সূত্রের খবর, বৃহস্পতিবারের আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। পাশাপাশি, এক টেকনিশিয়ানেরও কোভিড পজিটিভ পাওয়া গেছে। জানা গেছে, শিলিগুড়ির পাঁচ জন আক্রান্ত বর্তমানে কাওয়াখালির সারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।