বিষ্ণুপদরায়, হলদিবাড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজবংশীদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার। সারা উত্তরবঙ্গ জুড়ে রাজবংশী ভাষায় সরকারি অনুমোদনহীন ২০০টি বিদ্যালয় রয়েছে। এতদিন ওই স্কুলগুলি নিজস্ব উদ্যোগেই পরিচালিত হয়ে আসছিল। শনিবার মুখ্যমন্ত্রী বিধানসভার অন্তবর্তী বাজেট অধিবেশনের খাদে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন। সঙ্গে নারায়ণী ব্যাটেলিওনের জন্য গেজেট নোটিফিকেশন জারি করা হয়। আর সেই সিদ্ধান্ত ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও অভিবাদন জানিয়ে হলদিবাড়িতে মিছিল করল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন।

এদিন ওই মিছিল শুরু হয় হলদিবাড়ি শহরের ধানহাটি থেকে আর সেই মিছিল সারা শহর পরিক্রমা করে সেই ধানহাটিতেই শেষ হয়। এদিনের ওই মিছিলে হাঁটতে দেখা যায় রাজবংশী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের। ওই মিছিলের নেতৃত্ব দেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির এক্সেকুটিভ সদস্য সত্তাররুল হক সরকার, ব্লক কমিটির সভাপতি হুমায়ুন কবির সরকার, সম্পাদক জীবন চন্দ্র রায় প্রমুখ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, রাজবংশীরা তাঁদের মাতৃভাষায় পড়াশোনা করতে চায়। এ ব্যাপারে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। স্কুল শিক্ষা দপ্তর পরিদর্শন করবে, তারপর ব্যবস্থা নেওয়া হবে। এক বছরের মধ্যে রাজবংশীরা যাতে মাতৃভাষায় পড়ার সুযোগ পান, তার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী মনে করেন, প্রত্যেকের তাঁর মাতৃভাষায় পড়াশোনার সুযোগ পাওয়া উচিত। তাই তাঁদের ইচ্ছে অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে।