বিষ্ণুপদ রায়,হলদিবাড়ি:বুধবার রাতে করোনা আক্রান্তের হদিস মিলল হলদিবাড়িতে। এক ৫০ বছর বয়সী ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তিনি হলদিবাড়ি ব্লকের ভাউলাগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। তিনি কোচবিহার জেলা পরিষদে কর্মরত ছিলেন। কিছু দিন আগে কোচবিহার থেকে বাড়ি ফিরেছেন। পরে তাঁর লালা রস সংগ্রহ করা হয়েছিল।
বুধবার রিপোর্ট পজেটিভ আসে। রাতে সেই খবর এসে পৌঁছায় হলদিবাড়ি ব্লক প্রশাসনের কাছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে হলদিবাড়ি ব্লকে। বুধবার রাতে করোনা আক্রান্তের বাড়ির সামনে গিয়ে পৌঁছাল মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ,হলদিবাড়ির বিডিও সঞ্জয় পণ্ডিত, হলদিবাড়ি থানার আইসি দেবাশীর্ষ বসু সহ হলদিবাড়ি প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
এবিষয়ে বিডিও বলেন, “ওই ব্যক্তি কোচবিহার জেলা পরিষদে কর্মরত ছিলেন দেহে করোনা উপসর্গ দেখা যায়নি।গতকাল রাতে রিপোর্ট পজেটিভ আসায় তাঁর বাড়ির সামনে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়।পরে ওই করোনা সংক্রমিত ব্যক্তিকে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে পাঠানো হয়। পরিবারের সকল সদস্যদের লালা রস পরীক্ষার পাশাপাশি হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয় ।”