অপু দেবনাথ, হলদিবাড়ি: হলদিবাড়িতে ‘ঘরে ঘরে তৃণমূল’ এই কর্মসূচির অঙ্গ হিসেবে হলদিবাড়ি শহরের জনবহুল এলাকা গুলি জীবাণু মুক্ত করলো হলদিবাড়ি শহর তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার দুপুরে হলদিবাড়ি থানা চত্তর, বি.ডি.ও অফিস, হলদিবাড়ি হাসপাতাল চত্তর, ট্রাফিক মোড় সহ বিভিন্ন সরকারি দপ্তর গুলি জীবাণু মুক্ত করা হয়।
হলদিবাড়ি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাপি সেন বলেন, ঘরে ঘরে তৃণমূলের অঙ্গ হিসাবে, হাসপাতাল, ট্রাফিক মোড়, থানা, সহ বিভিন্ন জনবহুল এলাকা গুলি সেনিটাইজার করা হয় ।