অপু দেবনাথ, হলদিবাড়ি: সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে হলদিবাড়িতে সচেতনতামূলক প্রচার চালাল হলদিবাড়ি থানার পুলিশ। শুক্রবার কোচবিহার জেলা পুলিশের নির্দেশে এবং হলদিবাড়ি থানার পুলিশের উদ্যোগে ও গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় থানা থেকে একটি সচেতনতামূলক রেলি বের করে তা হলদিবাড়ি শহর পরিক্রমা করে । তারপর হলদিবাড়ি ট্রাফিক মোড়ে বিভিন্ন যানবাহনের সেভ ড্রাইভ সেভ লাইভের স্টিগার লাগানো হয় । সেই সঙ্গে হেলমেট হীন ব্যক্তিদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয় । এবং যাদের মাথায় হেলমেট আছে তাদের হাতে চকলেট তুলে দেওয়া হয় এবং মার্ক্স হীন ব্যক্তিদের ও মার্ক্স দেওয়া হয় । সেই সঙ্গে জনসাধারন নিয়ন্ত্রণ ভাবে গাড়ি চালানোর পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয় ।