অপু দেবনাথ, হলদিবাড়ি: এক অসুস্থ বৃদ্ধকে হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে ভর্তি করলো তৃণমূল ছাত্র পরিষদ তথা ‘ঘরে ঘরে তৃণমূলের’ ভলেন্টিয়াররা। ‘দিদির রান্নাঘর’ নতুন কর্মসূচির থেকে প্রতিদিন সেই ব্যক্তিকে খাবার দিয়ে আসে তৃণমূল ছাত্র পরিষদ তথা ‘ঘরে ঘরে তৃণমূলের’ ভলেন্টিয়াররা। প্রতিদিন এর মত মঙ্গলবার ও সেই ব্যাক্তিকে খাবার দিতে গিয়ে দেখে সেই ব্যক্তি খুব অসুস্থ।
তারপর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাপি সেনের নেতৃত্বে ভলেন্টিয়াররা একটি টোটোতে নিয়ে এসে বৃদ্ধকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে দেয়। জানা যায় ওই বৃদ্ধের বাড়ি হলদিবাড়ি শহরের ৫ নং ওয়ার্ডে তালাকোম্পানী এলাকায়। শহর তৃণমূল ছাত্র পরিষদ তথা ‘ঘরে ঘরে তৃণমূলের’ ভলেন্টিয়ার শাহানুর হোসেন বলেন তারা মানুষের পাশে এভাবে থাকবে।