নিউজপিডিয়া ডেস্ক: ভুল করে উচ্চবর্ণের এক ব্যক্তির বাইকে হাত দিয়ে ফেলেছিল নিম্ন বর্ণের এক যুবক। আর তাতেই ঢের মাসুল গুনতে হলো ওই যুবক কে। মাঝ রাস্তায় নগ্ন করে মারধর করা হয়। ঘটনা টি ঘটেছে, কর্নাটকের বিজয়পুরা জেলার টালিকোট এলাকার মিনাজি গ্রামের।
পুলিশ জানিয়েছে, স্থানীয় এক দলিত (Dalit) যুবক ভুল করে উচ্চবর্ণের এক যুবকের বাইকে হাত দিয়ে ফেলেছিল। আর তাতে সকলেই চড়াও হয় ওই যুবকের উপর। ছাড় পায়নি পরিবারও। যুবকটির সাথে তার পরিবার কেও তুলে এনে মারধর করা হয়েছে বলে সূত্রের খবর।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত ১৩ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে বলে আশ্বাস দিয়েছে কর্নাটক পুলিশ।
কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের ঘটনায় সরব হয়েছিল সকলে। মানুষ উন্নত হলেও উন্নত হয়নি মানসিকতা। তারই প্রমাণ কর্নাটকের এই ঘটনায়। স্রেফ উচ্চবর্ণের যুবকের বাইকে হাত দেওয়ার অপরাধে দলিত যুবককে নগ্ন করে রাস্তায় ফেলে মারধর করা হলো। একের পর এক এরকম ঘটনায় এটাই প্রমাণ যে দলিত রা সুরক্ষিত নয়।