নিউজপিডিয়া ডেস্ক: ফের একবার বাড়লো রান্নার গ্যাসের দাম। করোনা আবহে একধাক্কায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। একদিকে রাজ্যজুড়ে জাঁকিয়ে বসেছে শীত, অন্যফিকে মধ্যবিত্তের হেঁসেলে আগুন! রাজধানী কলকাতায় গ্যাসের দাম বেড়ে হল ৬৭০ টাকা ৫০ পয়সা। সাধারণত শীতকালে রান্নার গ্যাসের খরচ তুলনামূলক বেশি হয়। এবার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের সমস্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
হিসাব বলছে, ৫ কিলো সিলিন্ডারেরও দাম বেড়েছে। এর দাম বেড়েছে ১৮ টাকা। নতুন দাম ২৪৮.৫০ টাকা। পাশাপাশি ১৯ কিলো নন-ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৫.৫০ টাকা বেড়ে হয়েছে ১৩৫১.৫০ টাকা। ডিসেম্বর মাসে নতুন দামেই রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হবে গ্রাহকদের। গ্রাহকরা রান্নার গ্যাসের সিলিন্ডার নিলে তাঁদের কত টাকা ভর্তুকি মিলবে, সেই বিষয়েও তেল কোম্পানিগুলি কিছু জানায়নি। প্রসঙ্গত, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ইন্ডিয়ান অয়েলের মতো রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি এখন প্রতিমাসে রান্নার গ্যাসের দাম ঠিক করে। আগস্ট মাসে রাজ্যে শেষবার রান্নার গ্যাসের দাম বেড়েছিল। যদিও ওই মাসে মাত্র ৫০ পয়সা দাম বেড়েছিল। জুন মাসে গ্যাসের দাম ৩২ টাকা বেড়েছিল। ফেব্রুয়ারি মাসে ১৪৯ টাকা দাম বেড়েছিল। সেটাই চলতি বছরের সর্বোচ্চ দামবৃদ্ধি বলে জানা গিয়েছে।