নিউজপিডিয়া ডেস্কঃ করোনার কালো ছায়া কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে পৃথিবী। রাজ্যে স্কুলের পাশাপাশি এবার খুলে গেল গ্রন্থাগারগুলো। বইপ্রেমীদের জন্য এটা স্বাভাবিকভাবেই খুশির খবর বয়ে এনেছে। আবার পুরোনো দিনগুলো ফিরে পাবে তারা। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে।

করোনা মহামারির জন্য দেশের পাশাপাশি রাজ্যজুড়েও থমকে ছিল সবকিছু। স্কুল-কলেজ থেকে অফিস, আদালত, গ্রন্থাগার সব কিছুই বন্ধ ছিল। তবে ধীরে ধীরে করোনার প্রকোপ কাটিয়ে সব কিছু আবার স্বাভাবিক হতে শুরু করেছে। রাজ্যে স্কুলগুলিও খুলেছে। তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্তই ক্লাস হচ্ছে। আর এবার খুলে গেল রাজ্যের সব গ্রন্থাগারগুলো। তবে আপাতত তা একদিন অন্তর খোলা থাকবে, এমনটাই জানা গেছে।