নিউজপিডিয়া ডেস্ক: উত্তরপ্রদেশের শাহজাহানপুরে কলেজ প্রশাসনের হয়রানির কারণে মেডিকেল কলেজের এক ছাত্র আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ।
ওই ছাত্রী জানিয়েছে, “আমি ২০১৯ সালের ডিসেম্বরে আমার কলেজে যোগ দিয়েছি। কোভিড-১৯ সংকটের সময়, আমাদের কলেজে ডিউটিতে থাকতে বলা হয়েছিল। সেই জন্য কলেজ কর্তৃপক্ষকে পিপিই কিট এবং সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে অনুরোধ করা হয়েছিল আমাদের পক্ষ থেকে। এক সকালে আমাদের একজন কোভিড রোগীর চিকিৎসা করার জন্য ডিউটি করতে বলা হয় কোনও সঠিক সুরক্ষা সরঞ্জাম ছাড়াই।”
তাঁরা আরও জানিয়েছেন, ‘পরবর্তীতে ডিউটি করার জন্য আমাদের হুমকিও দেওয়া হয়েছিল। এমনকি আমাদের খাবার পর্যন্ত দেওয়া বন্ধ করে দিয়েছিল এবং মেসটি বন্ধ করে দিয়েছে। গার্ডের মাধ্যমে বলা হয়, দায়িত্ব পালন করলেই খাবার দেওয়া হবে। এখানে ন্যূনতম বেতন ৪ হাজার টাকা। আমাদের ন্যায়বিচার পাওয়া উচিত বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।’
যদিও মুখ্যমন্ত্রীকে বিষয়টি তদন্তের জন্য অনুরোধ করব বলে জানিয়েছেন ওই মহিলা শিক্ষার্থী। ইতিমধ্যে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
শাহজাহানপুর পুলিশ সুপার অপর্ণা গৌতম বলেছেন, ‘একজন শিক্ষার্থী দায়িত্ব পালনের সময় তার সমস্যার বিষয়গুলি জানিয়েছেন এবং তার সমাধানও চান। আমরা বিষয়টি আরও তদন্ত করে দেখছি এবং আমরা এর সমাধান সূত্র বার করব।’