রুহুল আমিন, হরিশ্চন্দ্রপুর: লকডাউনের প্রথম দিন থেকেই গরিব অসহায় মানুষের পাশে থেকে সাহায্য করেছেন বিশিষ্ট সমাজসেবী মতিউর রহমান। এবারও তার অন্যথা হলো না।এক গরিব রিক্সা চালককে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।
হরিশ্চন্দ্রপুর থানার কমলাবাড়ি গ্রামের বাসিন্দা মতিউর রহমান। পেশায় কন্ট্রাক্টর। তিনি কোনো রাজনৈতিক নেতা নন কিন্তু অসাধারণ ব্যক্তিত্বে মানুষের মন জয় করে নিয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠান, মসজিদ ও গরিব অসহায় মানুষের দুর্দিনে হাতিয়ার হয়ে দাঁড়িয়েছেন। বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানারই এক আশি বছরের বৃদ্ধ দুলাল শেখ রিক্সা চালিয়ে তাঁর সংসার চালায়। কিন্তু লকডাউনে কাজ না থাকায় চরম বিপদে পড়েছিলেন। আর এই অসহায় রিক্সা চালকের খবর পেয়ে ছুটে যান সমাজসেবী মতিউর রহমান। বাড়িয়ে দেন সাহায্যের হাত। তাঁর সাথে উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর নেতা আমিনুল হক সাহেব। আর্থিক সাহায্যের পাশাপাশি পরবর্তীতে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।