রুহুল আমিন, হরিশ্চন্দ্রপুর : হরিশ্চন্দ্রপুর থানার হাতিচাপা বটতলা গ্রামের ডাঃ নাইমুল হকের পরিবারের উপর গত ২২ জুন হামলা চালায় আরএসএস(RSS)- এর লোকেরা। নাইমুল হকের ছেলে এবং ছেলের স্ত্রী সহ নাইমুল হকের দিদি গুরুতর আহত হন। এমনকি নাইমুল হকের দিদির স্তন কেটে দেয় দুস্কৃতিরা। এই ঘটনায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসির মধ্যে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মালদা জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম এবং তৃণমূল কংগ্রেসের নেতা জুম্মু রহমান। এছাড়াও উপস্থিত হন হরিশ্চন্দ্রপুর থানার আইসি।
ঘটনাটি খতিয়ে দেখার পর প্রশাসনের আশ্বাস দেন দুস্কৃতিদের শীঘ্রই গ্রেফতার করা হবে। সেই অনুযায়ী, পুলিশের লোক ২৩ জুন দুস্কৃতিদের গ্রেফতারের জন্য রওনা দেয়। দুস্কৃতিদের সন্ধান পাওয়ায় ঘটনাস্থলে হাজির হন পুলিশেরা। কিন্তু সেখানে রেহাই পায়নি পুলিশ বাহিনীও। দুস্কৃতিরা পুলিশের উপরও হামলা চালায়। এমনকি এক পুলিশ কর্মীর উপরও ছুরিকাঘাত করা হয়।