রুহুল আমিন, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুরের মশালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলামগঞ্জ গ্রামে শিয়ালে হানা দেয়। এদিন স্থানীয় বাসিন্দা খলিলুর রহমানের বাড়িতে শিয়ালের দল হঠাৎই প্রবেশ করে। ঘটনাক্রমে খলিলুর রহমান জানতে পারে তারপর তিনি চিৎকার করতে শুরু করেন তারপর প্রতিবেশী আরসাদ আলি প্রথমে ছুটে যান তারপর আসতে আসতে অনেক লোকজনের জমায়েত হয়।
শিয়ালের দল পালিয়ে যাই কিন্তু একটি শিয়াল আটকে যায়, খলিলুর রহমান , আরসাদ আলী সহ আরও গ্রামবাসি শিয়ালটিকে মারার চেষ্টা করে। শিয়ালটি প্রানে বেঁচে যায়। এমনকি সেই গ্রামে শিয়ালের হানায় জাহিরুদ্দিন ও আতাউর রহমানকে আক্রমন করে শিয়ালে। ঘটনাটি জানতে পারে তৃণমূল নেতা আকমাল হোসেন এবং তারপর তিনি বলেন প্রসাসনিক কে জানিয়ে আমরা প্রসাসনিক ব্যবস্থা নেবো। এ নিয়ে গ্রামবাসী আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে।