নিউজপিডিয়া ডেস্ক: করোনা ভাইরাসে যখন সারা বিশ্ব আতঙ্কিত, ঠিক তখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র এগজিকিউটিভ বোর্ড চেয়ারম্যান পদে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ২২-মে থেকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব তিনি নেবেন বলে সূত্রের খবর। বর্তমানে এই পদে রয়েছেন জাপানের ড. হিরোকি নাকাতানি।
জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩৪ সদস্যের এগজিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসেবে নাকাতানিকে সরিয়ে আসতে চলেছেন হর্ষবর্ধন। ভারতীয় প্রতিনিধি এই পদে অভিষিক্ত করার বিষয়ে মঙ্গলবারই সই করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৯৪ টি সদস্য রাষ্ট্র। এখন এগজিকিটিভ বোর্ডের চেয়ারম্যান পদে হর্ষ বর্ধনের দায়িত্ব নেওয়া শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে বাকি রয়েছে।
এই মে মাস থেকে শুরু হওয়া তিন বছরের মেয়াদে এই গুরুত্বপূর্ণ পদে আসতে চলেছে হর্ষবর্ধন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এগজিকিউটিভ বোর্ড চেয়ারম্যান পদে ভারতের প্রতিনিধিকে অভিষিক্ত করা হবে বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার তরফে গত বছরই স্থির করা হয়। বিভিন্ন দেশের মধ্যে রোটেশন পদ্ধতিতে এই চেয়ারম্যান পদ আবর্তিত হয়।