মালবাজার, ৩০শে মে: লক ডাউনের দুই মাস অতিক্রান্ত হবার পর ধীরে ধীরে দোকানপাট, দৈনিক বাজার খুলতে শুরু করেছে। শুরু হয়েছে সরকারি যাত্রীবাহী বাস চলাচল। চাবাগানেও ১০০ শতাংশ শ্রমিক দিয়ে কাজ শুরু করবার নির্দেশাবলী কার্যকরী হয়েছে। কিন্তু ডুয়ার্সের অন্যতম প্রাচীন হাট ব্যবসা চালু করবার কোনোরূপ নির্দেশ প্রশাসনের তরফ থেকে এখনো প্রদান করা হয়নি।
হাট বন্ধ থাকায় ডুয়ার্সের বিভিন্ন হাটের জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে, সাথে এক শ্রেণীর ব্যবসায়ী মহাজনের কাছ থেকে পণ্য ক্রয় করে হাটের দিন ব্যবসা শুরু করেছেন। এই কারণে রবিবার মাল হাট ব্যবসায়ী সমিতির পাঁচ শতাধিক সদস্য মাল পৌরসভার সামনে জাতীয় সড়কে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ চলাকালীন হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক কমল দত্ত বলেন, দুই মাসের ওপরে সমস্ত হাট বন্ধ। হাটের জমি দখল হয়ে যাচ্ছে। আমাদের চা বাগান কিংবা পাহাড়ে হাট করতে বাধা দেওয়া হচ্ছে। অথচ এক শ্রেণীর ব্যবসায়ী মহাজনদের থেকে মালপত্র কিনে বিভিন্ন যায়গায় ব্যবসা করছেন। অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে আমরা আগামী সোমবার থেকে মহাজনদের থেকে পণ্য নিতে বাধা প্রদান করবো।
ঘটনাস্থলে আসেন মালবাজার মহকুমা শাসক শ্রী শান্তনু বালা, পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান স্বপন সাহা, মাল থানার ওসি শুভাশিস চক্রবর্তী। মহকুমাশাসক বলেন, হাট ব্যাবসায়ীদের কিছু দাবি ছিলো, তবে বর্তমান পরিস্থিতিতে নাগরাকাটা, গরুবাথান, বিভিন্ন চা বাগান বাদ দিয়ে মাল, ওদলাবাড়ি, মেটেলিতে হাট করতে বলা হয়েছে। তবে স্বাস্থবিধি মেনে ১০০ জন ব্যাবসায়ীকে ব্যবসা করতে বলা হয়েছে। আগামীকাল থেকে এভাবেই হাট হবে বলে তিনি জানান।