নিজস্ব সংবাদদাতা, মালবাজার: এক ব্যক্তির লালারস সংগ্রহ করতে গিয়ে রীতিমতো নাকাল হতে হলো স্বাস্থ্য কর্মী ও পুলিশকে। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের সুখানী বস্তিতে। সুখানী বস্তিতে এক পরিবারের কয়েকজন সদস্য ভিন রাজ্য থেকে বাড়িতে ফেরেন। তাদের লালারস পরীক্ষায় তিন জনের পজিটিভ পাওয়া যায়। এই তিনজনের সংস্পর্শে যারা এসেছিল তাদের তালিকা তৈরি করে তাদের লালারস দেওয়ার জন্য হাসপাতালে আসার নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী অন্যান্যরা লালারস দেওয়ার জন্য সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে এলেও এক মহিলা আসেননি। ওই মহিলাকে আনতে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। ওই মহিলা অ্যাম্বুলেন্স চালককে গালাগাল করে ভাগিয়ে দেন। অবশেষে জয়েন্ট বিডিও নিজে মহিলাকে আনতে তার বাড়ি যান। মহিলা দরজায় খিল এটে বসে থাকে। জয়েন্ট বিডিও অনেক বুঝিয়ে তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে এসেও ওই মহিলা এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বেরিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। মহিলার পিছনে ছুটতে থাকে স্বাস্থ্য কর্মী ও পুলিশের দল। ধানক্ষেত, নালা পেরিয়ে মহিলা ছুটছে, তার পিছনে ছুটছে পুলিশ। অবশেষে প্রায় দেড় কিমি পার হয়ে ওই মহিলা এক গ্রামে এক বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকে তাকে উদ্ধার করে তার লালারস সংগ্রহ করা হয়।
সুলকাপাড়া হাসপাতালের ডাক্তার সুপর্ন হালদার বলেন, সম্ভবত আতঙ্কের থেকে ওই মহিলা এরকম আচরণ করেছেন । লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।